ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪

ঈদে কমান্ডোর বর্ণিল সব ডিজাইনের পোশাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১২ এপ্রিল ২০২৩

কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সবাই। এদিকে ফ্যাশন হাউজগুলোও ঈদ উপলক্ষে নান্দনিক সব ডিজাইনের পোশাকে সাজিয়েছে তাদের আউটলেট। আসন্ন ঈদকে সামনে রেখে লাইফস্টাইল ব্র্যান্ড ‘কমান্ডো’ এনেছে নজরকাড়া সব ডিজাইন ও গুণগত মানের পোশাক।

প্রতিষ্ঠানটির সিইও মোঃ তারেক আজিজ বলেন, সব শ্রেণি পেশার মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করেই এবারের ঈদ আয়োজন করেছে কমান্ডো। বরাবরের মতোই ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতার ক্রয় ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নতুন কালেকশনে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, কাবলি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, ট্রাউজার , টু কোয়ার্টার প্যান্ট ইত্যাদি।

রাজধানীসহ কমান্ডোর ৪ টি আউটলেট (ঢাকা আজিজ সুপার মার্কেট, মোহাম্মদপুর, নোয়াখালী সুপার মার্কেট) এ ছাড়াও যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতেও কমান্ডো তাদের অপারেশন পরিচালনা করছে।

গত ৭ বছর ধরে কমান্ডো ইয়াং ফ্যাশন লাভারদের প্রধান্য দিয়ে পোশাক তৈরী ও বাজারজাত করে আসছে এবং গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে খুব শীঘ্রই ঢাকা এবং ঢাকার বাহিরে কমান্ডো তাদের আরও কয়কেটি আউটলেট চালু করতে যাচ্ছে।

এছাড়াও অনলাইন অর্ডারে কমান্ডোর সকল পণ্যে থাকছে ফ্ল্যাট ১৫ শতাংশ ডিসকাউন্ট, সঙ্গে ক্যাশ অন ডেলিভারি।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি