ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

বিপিএলে প্রথমবার একই দলে খেলছেন বাবা ও ছেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলছেন আফগান তারকা খেলোয়াড় মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যার ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে নোয়াখালী। দলের হয়ে এই ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে মোহাম্মদ নবীর ছেলে উইকেটরক্ষক ব্যাটার ইসাখিলের।

ম্যাচ শুরুর আগে অভিষিক্ত ক্রিকেটারের হাতে ক্যাপ তুলে দেওয়ার ছোট্ট আয়োজন হয়ে গেল মাঠে। হাসান ইসাখিলের মাথায় ক্যাপ পরিয়ে দলেন তার বাবা মোহাম্মাদ নাবি।

বিপিএলের অভিষেক ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ৯২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইসাখিল। সুযোগ ছিল সেঞ্চুরি করার। তিন অঙ্ক স্পর্শ করার জন্য বলও হাতে ছিল তার। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের করা ১৯তম ওভারে বড় শট হাঁকাতে গিয়ে থামলেন তিনি। ১৫৩.৩৩ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৭ চারে।

এদিকে ওপেনিংয়ে নেমে সৌম্য সরকারের সঙ্গে ১০১ রানে দুর্দান্ত জুটি গড়েন ইসাখিল। ১৯২.০০ স্ট্রাইক রেটে ব্যক্তিগত ৪৮ রানের ইনিংস খেলেন সৌম্য। ৭ চার ও ১ ছক্কা হাঁকানো বাঁহাতি ব্যাটার আউট হতেই দ্রুত আরো ২ উইকেট হারায় নোয়াখালী।

এর পরেই সেই মাহেন্দ্রক্ষণ। বিপিএলের মঞ্চে বাবা-ছেলের জুটি দেখল ক্রিকেট বিশ্ব। চার-ছক্কা হাঁকিয়ে বাবা নবীকে নিখাঁদ বিনোদনও দিলেন ইসাখিল। ননস্ট্রাইক প্রান্তে বাবাকে রেখে চার-ছক্কার ফুলঝুরি সাজালেন ১৯ বছর বয়সী ব্যাটার। পঞ্চম উইকেটে দুজনে মিলে ৩০ বলে ৫৩ রানের জুটিও গড়লেন।

তাতে বাবা নবীর অবদান ১৩ বলে ১৭। বিপরীতে আফগানিস্তান কিংবদন্তির বড় ছেলে করলেন ১৭ বলে ৩৪ রান।

হাসান ইসাখিল ঝোড়ো ইনিংসে ভর করেই ঢাকা ক্যাপিটালসকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী। প্রতিপক্ষের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

ঢাকা ক্যাপিটালস একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান শরিফি। 

নোয়াখালী এক্সপ্রেস একাদশ
হাবিবুর রহমান সোহান, হায়দার আলি, মেহেদি হাসান রানা, মোহাম্মদ নবী, হাসান ইসাখিল, হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, জাকের আলি অনিক, আবু জায়েদ চৌধুরি রাহি। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি