ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

যেভাবে বুঝবেন আপনি সঠিক কর্মজীবনে আছেন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২৫ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:৪০, ২৫ আগস্ট ২০১৮

আপনি সঠিক কর্ম জীবন লাভ করতে সক্ষম হয়েছেন কিনা সেটা বোঝা খুবই জরুরি। আপনার বোঝার জন্য এখানে কিছু ক্লু দেওয়া হল।  

* সকাল বেলা অফিসে যাওয়ার কথা চিন্তা করে আপনি স্বতঃস্ফূর্ত ভাবে বিছানা ত্যাগ করেন নাকি কোনো মতে নিজের শরীরটা টেনে নিয়ে বেড়ান।

*নিজের কর্মজীবন আপনাকে অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাতে পারে। আপনি এই সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছেন কিনা সেটা ভাবুন। চ্যালেঞ্জ স্বীকারের ক্ষমতা আপনাকে নিজের কর্ম জীবনের সাথে আরও বেশি করে বেঁধে রাখবে।  

*আপনার ব্যক্তিগত জীবন ও কর্ম জীবনের মধ্যে আপনি সঠিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হচ্ছেন কিনা সেই প্রশ্নটা নিজেকে করুন।

*আপনার জীবিকা এবং প্রতিষ্ঠানের পরিবেশ আপনার কাছে আনন্দজনক কিনা সেটা বিচার করে দেখবেন।

*কাজের পরিবেশ যদি আপনাকে নিরস ও একঘেঁয়ে বলে মনে হয় তাহলে আপনি কিছুতেই আনন্দের সাথে সেখানে কাজ করতে পারবেন না।

সর্বপরি নিজের কর্মজীবনে আপনি কি চান, সেটা আপনার থেকে ভালো কেউ জানে না, তাই নিজের মনের কথা শুনেই নিজের কর্মজীবন পছন্দ করে নিন।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি