ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

বিশ্বাস ভেঙে দেয় যে অভ্যাসগুলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২৯ অক্টোবর ২০১৮

যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিশ্বাস অটুট রাখা। বিশ্বাস ভঙ্গ হলে সম্পর্কে ফাঁটল ধরবে এটাই স্বাভাবিক। তাই বিশ্বাসকে অটুট রাখার জন্য কিছু অভ্যাস আপনাকে ছাড়তেই হবে। তাহলেই আপনার সম্পর্ক টিকে থাকেবে।

আসুন দেখে নেওয়া যাক কি কি অভ্যাস বিশ্বাস ভেঙে দেয়-

নিজের ভুল বুঝতে না পারা

কেউ কেউ নিজের ভুল সম্পর্কে উদাসীন হয়ে থাকেন। তাদের জন্য বলছি, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। তাই আপনিও ভুল করতে পারেন। আর যদি নিজের ভুল স্বীকার না করেন তাহলে আপনার সম্পর্ক সহজেই ভেঙে যাবে।  

গোপনে কাজ করা

গোপনে কাজ করাটাও বিশ্বাস ভঙ্গের অন্যতম কারণ। সঙ্গীকে আপনার সব কাজ সম্পর্কে অভিহিত করুন। এতে করে আপনার সম্পর্কে সঙ্গীর ভালো ধারণা সৃষ্টি হবে।

ছাড় না দেওয়া

ছাড় দেওয়ার মন মানসিকা থাকতে হবে। ছাড়া না দিলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হবে। তাই ছাড় দেওয়ার মন মানসিকতা গড়ে তুলুন।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি