ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

ব্রণ দূর করবে কলার খোসা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১৯ জুলাই ২০২২

ব্রণের সমস্যায় ভোগেন ভুক্তভোগী কম-বেশি অনেকেই। নারীদের মধ্যেই বেশিরভাগ ব্রণের সমস্যা দেখা যায়, তবে পুরুষরাও কিন্তু এই সমস্যার বাইরে নন। অনেকেই ব্রণের দাগ কমাতে বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করা ছাড়া, ঘরোয়া উপায়েও ত্বকের যত্ন নেন। তাতেও অনেক সময় সুফল মেলে না। তবে কলার খোসা ব্যবহারে দূর হতে পারে এই সব সমস্যা। 

দেখে নিন কী করবেন -

> ১০ মিনিট ধরে কলার খোসার ভিতরের সাদা অংশ দিয়ে মুখে ঘষুন ভালো করে। এর পর ২০ মিনিট পরে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কলার খোসায় ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বক ভালো রাখে, লালচে ভাব কমায়, এবং ব্রণ থেকে মুক্তি দেয়।

> একটা কলার খোসা, হাফ কাপ ওটস, তিন টেবিল চামচ চিনি একসঙ্গে ব্লেন্ড করুন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করবেন। মিশ্রণটি মুখে লাগিয়ে বৃত্তাকার গতিতে ত্বকে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর মুখ ধুয়ে মুছে নিন। এরপর অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এই প্যাকটি ত্বকে পুষ্টি জোগায় এবং ব্রণ থেকেও মুক্তি দেয়। 

> এক টেবিল চামচ কলার খোসার পেস্ট, এক টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। তুলা দিয়ে ব্রণের জায়গাগুলোতে এই পেস্টটি লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। লেবু ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ত্বক থেকে ব্রণের দাগও দূর করে।

> এক টেবিল চামচ কলার খোসার পেস্ট, হাফ টেবিল চামচ বেকিং পাউডার একসঙ্গে মেশান ভালো করে। ব্রণের জায়গায় পেস্টটি লাগান। দুই মিনিট পর মুখ ধুয়ে মুছে নিন। তারপর অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এই প্যাক ত্বক থেকে টক্সিন দূর করে, ব্রণ সারায় এবং লালচে ভাবও কমায়।

> এক টেবিল চামচ হলুদ, এক টেবিল চামচ কলার খোসার পেস্ট মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট আলতো করে ম্যাসাজ করুন। তারপর মুখ ধুয়ে মুছে নিন। এরপর অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এই প্যাক ত্বকে উপস্থিত ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং ব্রণ থেকে মুক্তি দেয়।

> এক টেবিল চামচ কলার খোসার পেস্ট, দুই চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং এক চা চামচ পানি মিশিয়ে ব্রণর জায়গায় লাগান। ১০ মিনিট পর মুধ ধুয়ে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে।

> হাফ টেবিল চামচ মধু, এক টেবিল চামচ কলার খোসার পেস্ট একসঙ্গে মিশিয়ে ব্রণের জায়গায় লাগিয়ে নিন। ১৫ মিনিট পর মুধ ধুয়ে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। প্যাকটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ব্রণের দাগ হালকা করে।

সূত্র: বোল্ডস্কাই
এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি