ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

পুলিশের ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তা বদলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ৩১ আগস্ট ২০২০ | আপডেট: ২১:৩৩, ৩১ আগস্ট ২০২০

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলী ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকও রয়েছেন। এছাড়া র‌্যাবের এক অতিরিক্ত মহাপরিচালককে সিআইডিতে বদলি করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রাজশাহীর সারদা পুলিশ একাডেমীর উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আবদুল্লাহেল বাকীকে উপ-পুলিশ মহাপরিদর্শক সিআইডি ঢাকা, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে উপ-পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে উপ-পুলিশ মহাপরিদর্শক সিআইডি ঢাকা ও সিএমপি’র পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমানকে উপ-পুলিশ মহাপরিদর্শক শিল্পাঞ্চল পুলিশ ইউনিট ঢাকা হিসেবে বদলী ও পদায়ন করা হয়েছে।

এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে উপ-পুলিশ মহাপরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ, সিআইডি’র উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে অতিরিক্ত মহাপরিচালক র‌্যাব এবং ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলী ও পদায়ন করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি