ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ লক্ষাধিক মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ২০ মে ২০২১ | আপডেট: ২০:২৫, ২০ মে ২০২১

দেশে এ পর্যন্ত ৩৯ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩৯ লাখ ৩০ হাজার ৭৫১ জন। এরমধ্যে পুরুষ ২৫ লাখ ১৯ হাজার ৮৯৮ এবং নারী ১৪ লাখ ১০ হাজার ৮৫৩ জন।

এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। এরমধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৯৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন। 

এ ছাড়া এপর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৩ হাজার ৯১৫ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩২ হাজার ৯৯৬ এবং নারী ২১ হাজার ২১৯ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখ ৪৬ হাজার ৪৩ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ২৫ হাজার ৬৫৮ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৭ হাজার ৯৭৫ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ৪ জন।

ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৬ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৯১ হাজার ২৪২ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ২০৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ১৭২ জন, প্রথম ডোজ ৬ লাখ ৬৩ হাজার ৯৬৭ জন। 

রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৫৮ হাজার ৫০৭ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৮১ জন, প্রথম ডোজ ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৫ জন, প্রথম ডোজ ২ লাখ ৮ হাজার ৭৯১ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১০ হাজার ৩৪৫ জন, প্রথম ডোজ ৩ লাখ ১ হাজার ১৫৬ জন।

এসি

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি