ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

সুবর্ণচরে মুজিব কিল্লা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ২৩ মে ২০২১

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে মুজিব কিল্লা নির্মাণের অংশ হিসেবে নোয়াখালীর সুবর্ণচরে মুজিব কিল্লা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (২৩ মে) সকালে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের চরবেশ গ্রামে গণভবন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রধানমন্ত্রী কিল্লাটির উদ্বোধন ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি এবং সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিমসহ আরও অনেকে।

প্রধানমন্ত্রী এ সময় মুজিববর্ষ উপলক্ষে ১শ’টি বহুমুখি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও ৫টি মুজিব কিল্লা উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি