ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আজ মধ্যরাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৭, ৩০ মে ২০২১ | আপডেট: ০৭:৩৮, ৩০ মে ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার (৩০ মে) মধ্যরাতে। এরপর বিধিনিষেধের মেয়াদ আরও বাড়বে কি-না, সে ব্যাপারে আজ সিদ্ধান্ত নেবে সরকার।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন ঘোষণা করে সরকার। পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়।

সর্বশেষ গত ২৩ মে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে। একইসঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক কমিয়ে মানুষকে সেবা দেয়ার অনুমতি পায়।

এছাড়া রমজানের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল। খোলা ছিল শিল্প-কারখানাও। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি অফিস বন্ধ রয়েছে। সীমিত পরিসরে হচ্ছে ব্যাংকের লেনদেন।

তবে এক সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে সরকারের উচ্চমহলে একটি মিটিং হতে পারে। সেখানে বিধিনিষেধ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত যাই হোক সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি হবে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি