ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৩ জুন ২০১৮

জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামে ‘শেখ হাসিনা ধরলা সেতু’সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি একথা বলেন। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থেমে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর উপর নবনির্মিত ‘শেখ হাসিনা ধরলা সেতু’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, যার যে দায়িত্ব আছে তা আন্তরিকতার সাথে পালন করতে হবে। 

এরপর বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ৪টি অ্যান্ফিবিয়ান ড্রেজার, গজারিয়া-মুন্সীগঞ্জ ফেরি সার্ভিস ও ৪টি কন্টেইনার জাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নদী ড্রেজিং অব্যাহত রেখে নৌপথ সচল রাখার তাগিদ দিয়েছেন তিনি। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ারও আহবান জানান শেখ হাসিনা।

স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থেমে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

২০৪১ সালের মধ্যে দেশ উন্নত সমৃদ্ধ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,  যার সুফল ভোগ করবে সাধারণ মানুষ।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি