ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

শীতে কাঁপছে দেশ, আগুন পোহাতে গিয়ে বাড়ছে দগ্ধের সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ২৭ ডিসেম্বর ২০১৯

কনকনে হিমেল হাওয়া আর টিপটিপ বৃষ্টিতে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টি শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আগুন পোহাতে গিয়ে দগ্ধের সংখ্যা বেড়েই চলেছে। ক্ষতি হচ্ছে ফসলের।

চুয়াডাঙ্গায়ও গুড়িগুড়ি বৃষ্টি। সঙ্গে হিমেল হাওয়া আর কুয়াশা। শীতের কারণে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় বেড়েই চলেছে। শিশু ও বৃদ্ধরা কষ্টে আছে।

রংপুর অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। কমছে তাপমাত্রা। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র পরিবারগুলো আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছে। এখন পর্যন্ত দগ্ধের সংখ্যা ৩১ জন।

গত দুইদিন ঠাকুরগাঁওয়ে দিনের বেলা কিছু সময় রোদ থাকলেও আবারও শীত জেঁকে বসেছে। সন্ধ্যার পর থেকে ঘন ও বৃষ্টির ন্যায় কুয়াশা পড়ছে। রাস্তায় যানবাহনগুলো দুপুর পর্যন্ত চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

কনকনে শীতে কাপছে গাইবান্ধা। সবজি ক্ষেতে দেখা দিয়েছে রোগ বালাই। হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় যুবুথুবু শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। ফুটপাতে বাড়ছে শীত বস্ত্রের কেনা-বেচে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি