ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অতীতে মুক্ত মানুষ ছিলেন না, এখনও মুক্ত নন: এরশাদ

প্রকাশিত : ১৬:২৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, তিনি অতীতে মুক্ত মানুষ ছিলেন না, এখনও মুক্ত নন। সকালে দলের যৌথসভায় তিনি একথা বলেন। জিএম কাদেরকে জাতীয় পার্টির যোগ্য উত্তরসূরি নির্বাচিত করেছেন দাবি করে এরশাদ বলেন, নতুন প্রজন্মের কাছে দলের নেতৃত্ব ছেড়ে দিতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে তৃণমূলের নেতাদের ভাবনা জানতে এই যৌথ সভার আয়োজন করে জাতীয় পার্টি। রাজধানীর একটি হোটেলে দেশের ৬৪টি জেলার তৃণমূলের নেতাদের কথা শোনেন এরশাদ। দলীয় নেতাকর্মীদের অতীতভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এরশাদ। তবে যারা দলে শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধের কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারীও দেন তিনি। নতুন কো চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় পার্টি সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন এরশাদ। যারা দলের নেতৃত্ব আঁকড়ে থাকতে চান তারে উদ্দেশ্যে বলেন, নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। যৌথসভায় যাতে তৃনমূল নেতারা না আসেন, সেজন্য অনেকেই ফোন করেছিল অভিযোগ করে এরশাদ বলেন, তাদের উদ্দেশ্য সফল হয়নি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি