ঢাকা, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৯, ৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। 

রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি