ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৭ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৭ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়াপার্সনের রাজনৈতিক কাযালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দু দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা হয়। এ সময় চীনা হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি