ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬

এককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে চরমোনাই পী‌রের ইসলামী আন্দোলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নানা গুঞ্জনের পর জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় জোটে তারা থাকছে না।

শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় দলটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টির মধ্যে ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন।

এদিকে আসন ভাগাভাগি নিয়ে বেশ করেক দিন ধরেই জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটে টানাপোড়েন চলছিল। এই অবস্থায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৫৩ আসনে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে ঝুলে থাকল ৪৭টি আসন। তিনটি দলের আসনের ভাগ জানানো হয়নি। তাদের সঙ্গে আলোচনা চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দল তিনটি হলো—বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

তবে  শুক্রবার জোট থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন। ফলে ১১ দলীয় জোট ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলো।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি