ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬

সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ ও অন্যকে সম্মান প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:০১, ১৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। 

শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা'আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘১১ দলীয় জোট’ থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। এরপরই জামায়াত আমিরের এই পোস্ট বেশ কৌতুহল সৃষ্টি করেছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি