ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের আহ্বান জানালেন তারেক রহমান
প্রকাশিত : ২২:১৬, ৩১ জানুয়ারি ২০২৬
ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় এসেছে দেশকে পুনর্গঠন করার।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ করে বলেন, ‘আগামী ১২ তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে।’
তিন দিনের উত্তরাঞ্চল সফর শেষে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা দেখেছি গত ১৬ বছরে ঢাকাসহ দেশের বড় বড় শহরে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, মিথ্যা মামলা দেখেছি, গায়েবি মামলা দেখেছি; একইভাবে মেগা মেগা দুর্নীতিও দেখেছি। এই অবস্থার পরিবর্তনের সময় চলে এসেছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। আর এই অবস্থার পরিবর্তন যদি করতে হয় তাহলে গত ৫ আগস্ট মানুষ দলমত নির্বিশেষে যেভাবে রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার আপনাদের সকলকে ভোটকেন্দ্রে নেমে আসতে হবে। তা নাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে।’
তিনি বলেন, এখনো কোনো কোনো মহল চেষ্টা করছে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্থ করা যায়। তাদের বিভিন্ন লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে; বিশেষ করে যারা মা-বোন আছেন তাদের থেকে এনআইডি নম্বর নেওয়ার চেষ্টা করছে। বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে। এভাবে করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদের ঘরে গিয়ে যদি এ রকম ঘটনা হয়ে থাকে সে ব্যপারে মা বোনদের সতর্ক করবেন।
তারেক রহমান বলেন, যারা ভোটের আগেই এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে দেশকে বিক্রি করে দিবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
তারেক রহমান বলেন, ‘আর যেন কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আগামী ১২ তারিখ সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।’
টাঙ্গাইলকে একটি ঐতিহ্যবাহী অঞ্চল আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের স্ব স্ব এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছেন। আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ ১৩ তারিখে বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলোকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব। টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে একটি শিল্পের শহরে পরিণত করতে পারব। টাঙ্গাইলের আনারসকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করে কিভাবে বিদেশে রফতানি করা যায় সেই পরিকল্পনা আমাদের আছে।’
একইসাথে টাঙ্গাইলের তাঁতশিল্পের উন্নয়ন পরিকল্পনার কথাও জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অন্যদের মধ্যে টাঙ্গাইলের আটটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা হলেন- আব্দুস সালাম পিন্টু, আহমেদ আজম খান, সুলতান সালাউদ্দিন টুকু, আবুল কালাম আজাদ সিদ্দিকী, ওবায়দুল হক নাসির, ফকির মাহবুব আনাম স্বপন, লুৎফর রহমান মতিন ও মো: রবিউল আওয়াল।
এমআর//
আরও পড়ুন










