ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত ব্যাক্তির নামেও মামলা হচ্ছে: নজরুল ইসলাম খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের পরিস্থিতি এতোটাই খারাপ যে, আজকে মৃত ব্যাক্তির নামেও মামলা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের নামে তো অগণিত মামলা দেওয়া হচ্ছেই বাদ যাচ্ছেন না মৃত ব্যাক্তিরাও।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ফোরাম নামে একটি সংগঠন এই সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ইনুরা একসময় আওয়ামী লীগের কড়া সমালোচক ছিলেন। আজ তাঁরা বিএনপির বিলুপ্তি চাচ্ছেন। তাঁদের এই চরিত্র প্রকাশ করা ছাড়া উপায় নেই। কারণ ভোটে তাঁরা কোনো দিনই এমপি হতে পারবেন না।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। তাই সরকারকে বলবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, দ্রুত খালেদা জিয়াকে মুক্তি দিন। দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো পরিবেশ সৃষ্টি করুন।  

/ এআর /   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি