ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

সংরক্ষিত আসনে আ.লীগের আরও দুইজনের মনোনয়ন

প্রকাশিত : ২৩:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আরও দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।

এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি,সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

 সংরক্ষিত নারী আসনে এই প্রার্থী হলেন, নাদিয়া ইয়াসমিন জলি (পাবনা) ও রত্না আহমেদকে (নাটোর) থেকে এবং পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. আনোয়ার সাদাত সম্রাকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জন প্রার্থী চূড়ান্ত করে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ।

কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি