ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বাংলাদেশ এখন ওষুধ রপ্তানিতে এগিয়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ৪ জানুয়ারি ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এক সময় ওষুধ রপ্তানি করা আমাদের জন্য কল্পনার বাইরে ছিল, কিন্তু আজ আমরা সফল হয়েছি। আমাদের দেশের তৈরি মেডিকেল সরঞ্জাম পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে।’

তিনি বলেন, ‘শুরু থেকেই করোনা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু সরকারের সঠিক পদক্ষেপে মহামরি প্রতিরোধে আমরা অনেকটা সক্ষম হয়েছি। ফলে কোভিড আমাদের জীবনে সেভাবে প্রভাব ফেলতে পারেনি।’

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে জেএমআই’র কেএন৯৫ মাস্ক বাজারজাতের প্রক্রিয়া শুরুর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

এ সময় জাপান সরকারের প্রসংশা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলার পর অনেক দেশই বাংলাদেশকে সহযোগিতা বন্ধ করে দেন। কিন্তু জাপান কখনো আমাদেরকে সহযোগিতা বন্ধ করেনি। তারাই সবসময় আমাদের পাশে ছিল, করোনা মোকাবেলায়ও তারা আমাদের সাথে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনা যখন আমাদের দেশে হানা দেয়, তখন কিভাবে এটা মোকবিলা করা যায়, তা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল আমাদের চিকিৎসকরা। কিভাবে তারা এই রোগের চিকিৎসা দিবেন সেটাই জানা ছিল না তাদের। কিন্তু ধীরে ধীরে আমরা প্রতিরোধ করেছি এবং আজ বিশ্বে করোনা মোকাবিলায় আমরা ২০তম এবং উপমহাদেশে প্রথম।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এম ইকবাল আর্সলান।
এআই/এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি