ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিধিনিষেধ উঠে গেলে তবেই ঢাকায় ফেরার আহ্বন তাপসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১৪ মে ২০২১

ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস আহবান জানিয়েছেন, ঈদে যারা নাড়ীর টানে ঢাকা ছেড়ে বাড়িতে গেছেন তারা যেন বিধিনিষেধ উঠে গেলে ঢাকায় ফেরেন।

শুক্রবার (১৪মে) সকালে ৭টা দশ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে প্রধান ঈদের জামাতে অংশ নেন ঢাকা দক্ষিণের মেয়র।

নামাজ শেষে তিনি বলেন, ‘ঢাকাসহ সকল স্থানের মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করি এবং স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ঈদ আনন্দ উদযাপন করি। ঢাকাসহ  দেশবাসীকে জানাই ঈদ মোবারক।’

মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, ‘আমরা করোনা মহামারীর মাঝে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

উল্লেখ্য, সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে করোনা মুক্ত বিশ্ব ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়। প্রথম জামাতে বিপুল পরিমাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি