ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

‘সুনামগঞ্জে সম্মেলনে মারামারিতে মৃত্যুর তথ্য সঠিক নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ১৫ নভেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মারামারির ঘটনায় একজনের মৃত্যুর তথ্য সঠিক নয়। 

তিনি বলেন,‘সম্মেলনকে ঘিরে সেখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। কিন্তু পত্র-পত্রিকায় আসা একজনের মারা যাওয়ার খবর অসত্য।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিআরটিএ’র সদর কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের (এনআরএসসি) ২৯তম সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলনের আশেপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছি। একটা ঘটনা ঘটেছে তা হলো একটা লোক দুবাই থাকে। সে দেশে এসেছে। তিনি স্ট্রোক করেছেন। ৩টা বাজে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেছে, পরে মারা গেছেন ওই ব্যক্তি। এর সঙ্গে সম্মেলনের কোনো রিলেশন নেই। কোনোভাবেই সম্মেলনের সঙ্গে এ ঘটনা যুক্ত নয়।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এভাবে পুরোপুরি না জেনে যদি নিউজ করেন, কেউ সম্মেলনে মারা গেলে তো প্রমাণ থাকবে। লোকটা স্ট্রোক করেছে, আপনারা খবর নেন।

সম্প্রতি ছয়টি জেলা সম্মেলনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো সম্মেলনে আমাদের এ ধরনের গোলমাল হয়েছে? আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস অ্যা ফলস। এখন আপনারা খবর নিতে পারেন। কি কারণে লোকটার মৃত্যু হয়েছে।’

জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে মন্ত্রী বলেন, মহাসড়কে মোটর সাইকেল চলাচলের বিষয়ে নীতিমালা হচ্ছে। তিনি বলেন, ‘মহাসড়কে মোটর সাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণে আনার ব্যাপারে গুরুত্ব দেয়া প্রয়োজন। এটি বেকারদের কর্মসংস্থান, এ ব্যাপারে নীতিমালা হচ্ছে।’

মহাসড়কগুলোকে ক্লোজ মনিটরিংয়ের আওতায় আনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জনবল সংকট রয়েছে, তারপরও মনিটরিং চলছে। মহাসড়কে যে পরিমাণ চাপ সে তুলনায় বিআরটিএ ও হাইওয়ে পুলিশের জনবল বাড়েনি। আমরা চেষ্টায় আছি, জনবল বাড়াতে পারলে নিয়ন্ত্রণ করতে পারবো।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আমরা ঠিক করেছি, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিক্সা ও ইজিবাইক চলাচল ক্লোজলি মনিটরিং করবো। যেহেতু হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে, মহাসড়কগুলোতে এসব তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না। তাই আমরা এই পাঁচ মহাসড়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো।’

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি