ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬

পরাজিত প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারকে মিষ্টি মুখ করিয়েছেন নবনির্বাচিত অ্যাডভোকেট মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বুধবার দুপুর একটার দিকে হাসান সরকারের বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান নবনির্বাচিত মেয়র। এরপর দু`জনই একে অন্যের মুখে মিষ্টি তুলে দেন।

গত ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ও নগর দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৪ লাখ ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পান এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি