ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলকে আধুনিক করে সাজাতে চাই: মাশরাফি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ জন্য মনোনয়নপত্র কিনেছেন তিনি। মাশরাফি জানান, নড়াইলকে সুন্দর ও আধুনিক করে সাজাতে চান তিনি।  

রোববার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়ন ফরম কেনেন মাশরাফি।

মাশরাফির মনোনয়নপত্র কেনার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি এবং মাশরাফির শুভানুধ্যায়ীরা।

মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই।

ধানমন্ডিতে মনোনয়নপত্র কিনতে আসার আগে মাশরাফি গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে তার দোয়া নেন।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি