ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে অনেকের হাতে মনোনয়নের চিঠি পৌঁছে গেছে। আজ সোমবার ২টার পর থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়েছে।   

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে দলটির মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু করেছে। তবে ফেনী-১ আসনেও খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এখন পর্যন্ত ঢাকা থেকে যারা ধানের শীষের টিকিট পেয়েছেন তারা হলেন- ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবী, ঢাকা-৬ আসনে আবুল বাশার, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৯ আসনে হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা-১৩ আসনে আবদুস সালাম, ঢাকা-১৪ আসনে এসএ সাজু।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি