ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

জাতীয় পার্টি একটি শক্তিশালী গণতান্ত্রিক দল হবে: রাঙ্গা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ৩ ডিসেম্বর ২০১৮

জাতীয় পার্টির নব নিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠা করা হবে। এ জন্য তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।    

সোমবার (৩ ডিসেম্বর) বিকাল চারটায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে নব নিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, ‘আমরা মহাজোটের কাছে ৫২টি আসন চেয়েছি। তবে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই আসন চূড়ান্ত করা হবে। ৯ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্তভাবে আসন বণ্টন হবে। কোনোভাবেই মহাজোটে ভুল বোঝাবুঝি হবে না।’

তিনি বলেন,‘দলের মধ্যে কেউ মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকলে, তার বিরুদ্ধে দলীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য প্রয়োজনে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।’

নব নিযুক্ত মহাসচিব আরও বলেন, ‘গত নির্বাচনের আগেও দলের মধ্যে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তাতে আমরা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল পাইনি। এবারও নির্বাচনের পূর্বে একটি অশুভ শক্তির তৎপরতায় স্বাভাবিক কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত হচ্ছিল। হায়েনার মতোই অশুভ শক্তি তৎপরতা শুরু করেছিল।’

বিএনপির সমালোচনা করে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিনা বিচারে সাতবছর জেলখানায় আটকে রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর এ কারণেই জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন না দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন, সুনীল শুভরায়, আজম খান, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) মো. খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি