ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল: জিএম কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৯:১৮, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আগামী ৩০ নভেম্বর জাতীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বলেছেন, কাউন্সিলে নেতাকর্মীরা যাকে চেয়ারম্যান নির্বাচন করবে তাকেই মেনে নেবেন তিনি। 

দুপুরে দলের বনানী কার্যালয়ে জিএম কাদের আরো বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তিনিই এখন পার্টির চেয়ারম্যান। কারো কথায় বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

সংসদে বিরোধী দলীয় নেতা কে হবেন? এ প্রশ্নে জাতীয় পার্টিতে দেবর-ভাবীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। একপক্ষ রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যেই চলছে পাল্টাপাল্টি। 

এ অবস্থায় বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে জিএম কাদের জানালেন, আগামী ৩০ নভেম্বর দলের জাতীয় কাউন্সিল হবে। নেতাকর্মীরা যাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন তাকেই মেনে নিতে তৈরি আছেন বলেও জানান কাদের ।

তিনি জানান, এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনে সবার মতামত নিয়ে প্রার্থী ঠিক করা হবে। কারো কথায় বিভ্রান্ত না হয়ে দলের ঐক্য ধরে রাখারও আহ্বান জানান জি এম কাদের।

জাতীয় পার্টি বাংলাদেশের বড় তিনটি রাজনৈতিক দলের অন্যতম উল্লেখ করে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির দেশ পরিচালনায় অভিজ্ঞতা ও ঐতিহ্য রয়েছে। দেশের রাজনৈতিক শূন্যতায় দেশের মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে আছে। নতুন প্রজন্মের সামনে রাজনীতি করার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় পার্টি। তাই এখনই দলকে আরও শক্তিশালী করতে পারলে আগামী দিনের রাজনীতিতে এবং দেশ পরিচালনার প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাবো।

তিনি বলেন, সারাদেশে দলকে আরও শক্তিশালী করতে ৮ বিভাগে ৮টি সাংগঠনিক টিম করা হয়েছে। জাতীয় পার্টি দলের গঠনতন্ত্র এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় চলছে। জাতীয় পার্টিতে বিভেদের অবকাশ নেই, বিভ্রান্তির কোনও সুযোগ নেই। বিশৃঙ্খলার সুযোগ জাতীয় পার্টিতে থাকবে না। সঠিক পথে ও সুশৃঙ্খলভাবে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, মাহমুদুল ইসলাম চৌধুরী, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল প্রমুখ।  

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি