ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি নির্বাচন: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:২৫, ২৩ অক্টোবর ২০১৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের চিন্তা-ভাবনা করছে।’

রাজধানীর ধানমন্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আজ তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের চিন্তা-ভাবনা করছে। কাজেই বেশি দিন বাকি নেই। সিটি করপোরেশন নির্বাচনের একটা প্রস্তুতি নিতে হবে।’

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা প্রস্তুতি নিতে থাকেন। নেত্রীর সঙ্গে আলাপ করে তারিখ আমি পরে আপনাদের জানিয়ে দেব।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা অলরেডি আমি তাকে জানিয়ে দিয়েছি।’

এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ক্যাসিনোকাণ্ড নিয়ে এত কথা, এত কেচ্ছা, তখন কেন তিনি এ বিষয়ে মুখ খুলতে গেলেন।’

তিনি বলেন, ‘রাশেদ খান মেনন সাহেব এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি ইউটার্ন নিয়ে ফেলেছেন অলরেডি। তিনি বলেছেন তিনি এভাবে বলেননি, তার বক্তব্যটা খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি একটা দলের সভাপতি। পত্র-পত্রিকায় নানান ধরনের খবর আসছে এর প্রতিক্রিয়া। অন্যান্য বিষয়ও আছে। তাদের দলের মূল্যায়নে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে, সে বিষয়ে আমার মন্তব্য করা সমীচীন নয়।’

তিনি বলেন, ‘১৪ দলের সমন্বয়ক নাসিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন তারা নিজেরা আলাপ-আলোচনা করেছেন। বিষয়টা আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি