ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শেখ হাসিনাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের অপেক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ গেটে অপেক্ষা করেছেন নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করতে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

শেখ হাসিনা যে গেট দিয়ে প্রবেশ করবেন, সেখানে হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন।

শুধু সোহরাওয়ার্দী উদ্যানে নয়, সম্মেলনে অংশ নিতে আসা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীর রমনা পার্ক এলাকায়ও ভিড় জমিয়েছেন। একইসঙ্গে সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানের শিশুপার্ক সংলগ্ন গেটেও অবস্থান নিয়েছেন তারা।

সম্মেলন ঘিরে এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগ পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন। একইসঙ্গে মৎস্য ভবন থেকে শাহবাগ এলাকা পর্যন্ত যান চলাচল সীমিত করা হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি