ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ১১ মে ২০২০ | আপডেট: ২২:০৯, ১১ মে ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

আজ সোমবার রাতে রাজধানীর ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তাকে নেওয়ার হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আজ সোমবার ইফতারের পর নামাজের জন্য অজু করতে গিয়ে তিনি পড়ে যান। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান। তার জানাজা ও দাফনের বিষয় পরে জানাবেন বলে তিনি জানান।

আবদুল লতিফ নেজামীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ২০১২ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন মাওলানা আবদুল লতিফ নেজামী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি