ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ৯ এপ্রিল ২০২২

এ বছর বাংলাদেশে সর্বনিম্ন জনপ্রতি ফিতরার হজার নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা; আর সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা। 

গত বছর সর্বোচ্চ ফিতরার হার এবারের সমপরিমাণ থাকলেও সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার (৯ এপ্রিল) জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। 

সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

ইসলামের বিধান অনুযায়ী, রোজার ঈদে মুসলমানদের সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হয়।

আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রাম মাধ্যমে ফিতরা আদায় করতে হয়।

এসব পণ্যের বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কমিটি।
এএইচএস/  এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি