ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

নিয়্যাতের পরিশুদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

ছোট ছোট বিন্দু মিলে যেমন মহাসিন্ধু তৈরি হয় তেমনি ছোট ছোট আমলের দ্বারা সহজে আল্লাহর নেয়ামত লাভ হয়। মানুষ ইবাদত-বন্দেগির মাধ্যমে এ নেয়ামত লাভ করে। তবে আল্লাহর এসব নেয়ামত লাভে নিয়ত ও তার বিশুদ্ধতা জরুরি।

‘ইন্নামাল আ’মালু বিন নিয়্যাত’ এই হাদিসের আলোকে নিয়্যাতের পরিশুদ্ধির আলোচনা -
নিয়্যাতের দু’টি দিক আছে:
১. কাজটি কেনো করছি?
২. কাজটি করার কি আসলেই আমার ইচ্ছা আছে? 

যেগুলো আমাদের নিয়্যাতকে নষ্ট করে:
শিরক (আল্লাহর সঙ্গে শরীক করা), নিফাক (মুনাফিকতা), রিয়া (লোক দেখানো আমাল), গুনাহ করা।

যেই চার উপায়ে নিয়্যাত পরিশুদ্ধ করতে পারি:
নিয়্যাত বার বার চেক, নেক আমাল বাড়িয়ে দেওয়া, শরীয়ার সঠিক জ্ঞান অর্জন, মিথ্যে অভিনয় না করা (আমি আসলে যা না, তা অন্যকে না দেখানো। অর্থাৎ নিজের সম্পর্কে মিথ্যা অভিনয় না করা)।

৭ ধরনের কামনা বাসনা নিয়্যাতকে ধ্বংস করে দিতে পারে, যদি নিয়ন্ত্রণ না থাকে:
১. অন্যদের প্রশংসা পাওয়ার ইচ্ছা করা।
২. সবার অন্তরে পাকাপুক্ত জায়গা করার ইচ্ছা করা।
৩. কারো দ্বারা কখনো দোষারোপ না হওয়ার ইচ্ছা করা।
৪. অন্যের কাছে মর্যাদা পাওয়ার ইচ্ছা করা।
৫. অন্যের সম্পদ পাওয়ার ইচ্ছা করা।
৬. অন্যে সব সময় আমার সেবা করবে এই ইচ্ছা।
৭. অন্যে সব সময় আমার সাহায্য করবে এই ইচ্ছা।

যে তিনটি কারণে আমাদের আমাল দূষিত হতে পারে:
১. আমরা বুঝতে পারছি অন্য কেউ আমাকে দেখছে।
২. আমলের বিনিময় দুনিয়াতেই খোঁজা।
৩. আমল করে পরিতৃপ্ত হওয়া।

আমলের শেষ নিয়্যাত যদি শুরুর নিয়্যাতের সাথে মিলে যায় তাহলে আশা করা যায়, দুই নিয়্যাতের মাঝে ভূলত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করবেন ইন শা আল্লাহ।

- আল্লাহর রহমত তার ক্রোধের থেকে বেশি। আল্লাহর প্রতি সুধারনা রাখব। ইখলাসের সাথে আমল করে যেতে হবে ইন শা আল্লাহ।

হাদিসটির কিছু কেন্দ্রিকদিক:
ইসলামের তিনটি উসূল হলো:
১. অন্তরের আমাল।
২. অঙ্গ প্রতঙ্গের আমাল।
৩. মুয়ামালাত (মানুষের সাথে আমাদের আচার আচরণ)।

একই সময়ে দুই নিয়্যাত চলে আসলে করণীয়:
- যদি সমস্ত কিছুর উপর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আসল নিয়্যাত, তাহলে ইন শা আল্লাহ, আল্লাহ কবুল করবেন।

আমরা একে অপরের অন্তরের খবর জানি না, অথচ অন্যকে দোষারোপ করতে শুরু করি। আল্লাহ আমাকে অন্যের অন্তরের খবর নেয়ার অধিকার দেননি। বরং নিজের অন্তরের খবর নিজেদেরকে নিতে হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি