ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

ইংরেজি শেখাবে রোবট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ২১ আগস্ট ২০১৮

জাপানের শিশুদের ইংরেজিতে দক্ষ করে তোলার ক্ষেত্রে শিক্ষকের চেয়ে রোবটই বেশি কার্যকর হবে বলে মনে করছে জাপান সরকার। ইংরেজিতে কথা বলার দক্ষতার দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দেশগুলোর মধ্যে একটি জাপান। তাই দক্ষতা বাড়াতে এআই রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে দেশটি।

২০১৯ সালের এপ্রিলে এ প্রকল্প চালু করবে জাপান সরকার। প্রাথমিক পর্যায়ে দেশজুড়ে ৫০০টি স্কুলে এ রোবট আনা হবে। দুই বছরের মধ্যে প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে দেশটির। টোকিওতে ২০২০ সামার অলিম্পিকসে পর্যটক আসার আগে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে জাপান সরকার।

এমজে/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি