ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

গানে গানে গণযোগাযোগ অধিদপ্তরের বিজয় দিবস পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১৬ ডিসেম্বর ২০১৭

‘সোনা সোনা সোনা

          লোকে বলে সোনা

সোনা নয় তত খাঁটি

          বলো যত খাঁটি

তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে

         আমার জন্মভূমির মাটি।’

‘সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

   ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।’

‘জয় বাংলা বাংলার জয়

     জয় বাংলা বাংলার জয়।’

এমনি সব শিহরণ জাগানো দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধভিত্তিক গান গেয়ে গেয়ে বিজয় দিবস পালন করছে তথ্য মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তর। সকাল দশটায় রাজধানীর কার্যালয় থেকে যাত্রা শুরু করে অধিদপ্তরের দুটি ট্রাক। একটি ট্রাক যাত্রা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দিকে। সেটি পল্টন, গুলিস্থান, দৈনিক বাংলা মোড়, মতিঝিল, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী সহ দশটি মোড়ে দাঁড়িয়ে সংগীতানুষ্ঠান করছে।
এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রদক্ষিণ করা ট্রাকটি সংগীতানুষ্ঠান করছে প্রেসক্লাব, শাহবাগ, টিএসসি, বাংলামোটর, ফার্মগেট, আসাদগেট, কল্যাণপুর, গাবতলী, মিরপুর-১ ও মিরপুর-১০ এ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রদক্ষিণ করা দলটির সমন্বয়কের দায়িত্বে আছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (সংগীত) জাকিউল হাই। তার সাথে কথা বলে জানা যায়, মহান বিজয় দিবসের চেতনাকে এ প্রজন্মের মাঝে সংগীতের মাধ্যমে ছড়িয়ে দিতে এ কর্মসূচী পালন করছে গণযোগাযোগ অধিদপ্তর।

 

এএ/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি