ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

‘মেলায় আগতের হাতে বইয়ের চেয়ে স্মার্টফোন বেশি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:০৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮

বই মেলায় আগতদের হাতে বইয়ের চেয়ে স্মার্ট ফোন বেশি বলে মন্তব্য করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

শুক্রবার সন্ধ্যায় মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আসেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। এ সময় মেলা প্রদর্শন করে তিনি এ মন্তব্য করেন।

মেলায় তার আসার খবর ছড়িয়ে পড়লে সবাই তার কাছে ছুটে আসে। এ সময় তাকে ঘিরে সেলফি ও ছবি তোলেন ভক্তরা।

জাফর ইকবাল বলেন, মেলায় আসতে আমার সব সময়ই ভালো লাগে। এবারের মেলা বেশ ছিমছাম। প্যাভিলিয়ন স্টলগুলো সুন্দর করে সাজানো।

“তবে একটা জিনিস দেখলাম, মেলায় আগতদের হাতে বইয়ের চেয়ে স্মার্টফোন বেশি। স্মার্টফোন থাকা ভালো, কিন্তু এর সঙ্গে যদি বই থাকে তাহলে দেখতে আরও ভালো লাগে।”

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি