ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হারিয়ে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হারিয়ে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি। পরিবারে চর্চা কমে যাওয়া এবং নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন আদিবাসীরা।

রাজশাহীর উত্তরের বরেন্দ্র সমতল ভূমিতে বসবাস ৩৫টি আদিবাসী গোষ্ঠির। এর মধ্যে সাঁওতাল ও মহল সম্প্রদায়ের সংখ্যাই বেশি। এদের একটি অংশ শিক্ষিত হচ্ছে আধুনিক শিক্ষায়। একই সঙ্গে ভুলতে বসেছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি।

নিজ ঘরেও তেমন চর্চা নেই নিজ ভাষার। শহরে বাসবাসকারী পরিবারগুলোর মধ্যে মাতৃভাষার ব্যবহার হয়না বললেই চলে। ফলে অনেক শিশুই নিজস্ব ভাষা বুঝতে পারলেও বলতে পারেনা।

অল্প কিছু স্কুলে আদিবাসীদের নিজস্ব ভাষা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকায় তাদের নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন বলে মত তাদের। ভিডিওতে দেখুন বিস্তারিত।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি