ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বই মেলায় পাঠকদের আগ্রহে মফিউরের অনিবার বরিষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অমর একুশে গ্রন্থমেলায় সাড়া জাগিয়েছে এস এম মফিউর রহমান এর কবিতার বই ‘অনিবার বরিষণ’প্রায় অর্ধশতক কবিতার সমন্বয়ে লেখা বইটি সংগ্রহে এরই মধ্যে আগ্রহ জেগেছে কবিতা প্রেমি পাঠকদের মধ্যে। বইটি ক্রয়ে মেলার কলি প্রকাশনী স্টলে ভীড় দেখা গেছে।

বই সম্পর্কে কবি এস এম মফিউর রহমান বলেন, আমি আশা করি বই মেলায় প্রকাশিত এ বইটি কবিতাপ্রেমী প্রত্যেকটা মানুষকে তার কবিতা পড়ার ও শোনার খোরাক যোগাবে। বইয়ের প্রতিটা কবিতায় ভাষা প্রাঞ্জলতার প্রতি যেমন গুরুত্ব দেওয়া হয়েছে। তেমন একটি শব্দ ও বাক্যের গঠণেও মিল ও অমিলের বিষয়ে নজর দেওয়া হয়েছে।

প্রকাশক ও স্টল সূত্র জানায়, বইটি অনলাইন পরিবেশক হিসেবে রকমারি.কম থেকেও পাঠকরা সংগ্রহ করতে পারছে। এরই মধ্যে বই মেলার পাশাপাশি অনলাইনেও বইটি ক্রয়ে সাড়া পাওয়া গেছে।

 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি