ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মানসিকতার কারণেই সর্বস্তরে চালু হয়নি বাংলা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:২৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮

মানসিকতার কারণেই বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হয়নি বলে মত দিয়েছেন দেশের বিশিষ্টজনেরা।

সর্বস্তরের মানুষের পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছিলেন তারা।

কেবল বাংলা ভাষা নয় পৃথিবীর অন্য ভাষার প্রতি ভালবাসার মধ্যেও মাতৃভাষার প্রতি সম্মান দেখানো হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচারপতিগণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানান, বাংলায় মামলার শুনানী এবং রায় দেয়া শুরু হয়েছে।

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন না হওয়া দু:খজনক মন্তব্য করেন। তিনি বলেন, মানসিকতার কারণেই বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হয়নি।

সুপ্রীম কোর্টে বাংলা চালু করতে সরকারের সহযোগিতা কামনা করেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি।

সভাপতি মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি