শহীদ ডা. মিলনের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
প্রকাশিত : ১৩:৫৩, ২৭ নভেম্বর ২০২২
				
					১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ টিএসসি চত্বরে শহীদ ডাঃ মিলনের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অপর্ন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, গণতন্ত্রের জন্য ডা. মিলন শহীদ হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় কাজ করবে স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ডা. মিলনের অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
এসবি/
				        
				    









