ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

তুরস্ক থেকে বাংলাদেশি উদ্ধারকারী দলের ভিডিও বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৩

এদিকে, ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ধ্বংসস্তুপে উদ্ধার কাজ চালাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপসহকারী পরিচালক দিনমনি শর্মা’র নেতৃত্বে অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিয়েছেন ১২ জন সদস্য।

তুরস্ক থেকে ভিডিওবার্তায় জানানো হয়, তারা আদিয়ামান শহরের একটি পাঁচতলা ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন তারা।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে তুরস্কের আদানা বিমানবন্দরে পৌঁছায় ফায়ার সার্ভিসের দলটি।

সেখান থেকে বাসে ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামানে উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিস সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার একটি ভবন থেকে একজনকে জীবিত এবং চারটি মরদেহ উদ্ধার করেন তারা।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি