ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

১৯৫৪ সালে মন্ত্রীসভার সর্বকনিষ্ঠ সদস্য হন শেখ মুজিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ১৩ এপ্রিল ২০২৩

এ কে ফজলুল হক যুক্তফ্রন্টের নেতা নির্বাচিত হন। মন্ত্রীসভা গঠন নিয়ে যুক্তফ্রন্টে বিরোধ দেখা দেয়। ১৯৫৪ সালের ৩ এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্যের মন্ত্রীসভা গঠন করেন। আর পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠন হয় ১৯৫৪ সালের ১৫ মে। 

এ কে ফজলুল হক হলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি স্বরাষ্ট্র ও সংস্থাপনের দায়িত্ব পান। মন্ত্রীসভার সর্বকনিষ্ঠ সদস্য হন শেখ মুজিবুর রহমান। তিনি  পান কৃষি, ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানের আগে অবাঙালিদের ষড়যন্ত্রে আদমজী জুট মিলে দাঙ্গা বাধে। সেই দাঙ্গায় ১ হাজার ৫০০ নিরপরাধ শ্রমিক নিহত হয়। বঙ্গবন্ধুর ভাষ্যে জানা যায়, সামান্য একটা ঘটনা নিয়ে এই দাঙ্গার শুরু। তিনি বলেন, এই দাঙ্গা যে যুক্তফ্রন্ট সরকারকে হেয়প্রতিপন্ন করার জন্য এবং দুনিয়াকে নতুন সরকারের অদক্ষতা দেখাবার জন্য বিরাট এক ষড়যন্ত্রের অংশ সে সন্বন্ধে আমার মনে কোনো সন্দেহ নেই। ষড়যন্ত্র করাচি থেকে করা হয়েছে। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি