ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

শাহ আলমগীরের ইন্তেকালে রাষ্ট্রপতির শোক

প্রকাশিত : ১৫:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীরের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘তার ইন্তেকালে সাংবাদিকতার অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।’

রাষ্ট্রপতি বলেন, তার আদর্শ ও নৈতিকতা সংবাদকর্মীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাষ্ট্রপতি মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শাহ আলমগীর আজ সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি গত ২১ আগস্ট হাসপাতালে ভর্তি হন।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা এবং আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি