ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

আকর্ষণ হারাচ্ছে দিনাজপুরের রামসাগর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২৭ নভেম্বর ২০১৯

আকর্ষন হারাতে বসেছে দিনাজপুরের ঐতিহাসিক পর্যটন স্থান রামসাগর। এর সংরক্ষনে জেলা প্রশাসন আর বন বিভাগের দ্বৈত দায়িত্ব থাকলেও তা পালন করছে না কেউই। রামসাগর দীঘির শাপলা-শালুক আর জলজ প্রানী প্রায় বিলুপ্ত। পরিবেশ না থাকায় আসেনা অতিথি পাখি। কমেছে চিড়িয়াখানার প্রানী আর পর্যটকের সংখ্যাও। 
দিনাজপুরের ঐতিহাসিক পর্যটন স্থান রামসাগর। এতে আছে সুবিস্তীর্ণ দীঘি, সবুজ উদ্যান আর দৃষ্টিনন্দন চিড়িয়াখানা।
২০০১ সালে রামসাগরকে জাতীয় উদ্যান ঘোষনা করা হলেও পর্যটকদের আকৃষ্ট করতে নেয়া হয়নি বিশেষ কোন কার্যক্রম। 
রামসগরের উদ্যান অংশটি বন বিভাগের নিয়ন্ত্রনে থাকলেও জলভাগ নিয়ন্ত্রন করে জেলা প্রশাসন। বন বিভাগ আর জেলা প্রশাসনের দ্বৈত ভূমিকা থাকলেও উন্নয়নের ছোঁয়া নেই সেখানে। উদ্যান পরিণত হয়েছে জঙ্গলে। রামসাগরের পানিতে স্পিডবোড চলায় আসেনা অতিথি পাখি, নেই শাপলা-শালুকও। চিড়িয়াখানায় কিছু চিত্রা হরিণ ও বানর ছাড়া কোন বিনোদনের কোনো ব্যবস্থা নেই। 
প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর জায়গাটি দ্রুত রক্ষণাবেক্ষনের দাবি স্থানীয়দের।
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি