ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

‘নাইজেরিয়ার বিপক্ষে আজ ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২৬ জুন ২০১৮

বিশ্বকাপ রাশিয়া আসরের শুরুটা বাজেভাবে গেলেও আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা। দলটির সাবেক কোচ মার্সেলো বিয়েলসার এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন।

মার্সেলো বিয়েলসার মনে করেন, অতিতের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ মাঠে খেলার নৈপুণ্যে জ্বলে উঠবে আর্জেন্টিনা। কোটি কোটি ভক্তের চোখ জুড়ানো পারফর্ম করবেন লিওনেল মেসি। গোল কারিশমায় জুড়াবেন ভক্তদের ভঙ্গ হৃদয়।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বর্তমান অবস্থা প্রসঙ্গে বিয়েলসা বলেন, আমি মনে করি, মঙ্গলবার থেকে আমরা সেরা আর্জেন্টিনাকে দেখবো। খেলোয়াড়দের মানে এবং বিশেষ করে মেসির নেতৃত্বে আমার দৃঢ় বিশ্বাস। সামনে এটা দেখা যাবে বলে আমি মনে করি।

আগের দুই ম্যাচ থেকে আর্জেন্টিনার অনেক কিছু শেখার আছে বলে মনে করেন ৬২ বছর বয়সী বিয়েলসা। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে দুইটা ম্যাচ ও দুইটা পারফরম্যান্স দেখেছি, ঘুরে দাঁড়াতে তারা এগুলোকে প্রেরণা হিসেবে ব্যবহার করবে বলে আমি মনে করি। তারা ওই দুইটা ম্যাচ থেকে ইতিবাচকভাবে শিখবে।

আমার দৃঢ় বিশ্বাস, আগামীকাল (মঙ্গলবার) থেকে আপনারা ভিন্ন একটা পারফরম্যান্স দেখবেন। বিশ্বকাপে এগিয়ে যাওয়া ভিন্ন এক আর্জেন্টিনাকে দেখবেন।

আইসল্যান্ডের সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা গত বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বসে। দুই ম্যাচে তাদের পয়েন্ট মাত্র এক। এমন অবস্থায় শেষ ষোলোয় যেতে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই হোর্হে সাম্পাওলির দলের। জিতলেও নির্ভর করতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের ওপর।

১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত আর্জেন্টিনা দলে কোচের দায়িত্ব পালন করা বিয়েলসার অধীনে ৬৮টি ম্যাচের ৪২টিতে জয় পায় তারা। তবে ২০০২ বিশ্বকাপ মিশনটা হয়েছিল খুব খারাপ। বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি