ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

ছিন্নমূলদের পাশে ‘ভালোবাসার আম’ নিয়ে ‘ইকোহাট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১০ জুন ২০২০ | আপডেট: ১৯:৫৩, ১০ জুন ২০২০

ছিন্নমূল মানুষের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করেছে ই-কমার্স সাইট ‘ইকোহাট’- একুশে টেলিভিশন

ছিন্নমূল মানুষের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করেছে ই-কমার্স সাইট ‘ইকোহাট’- একুশে টেলিভিশন

ছিন্নমূল, খেটে খাওয়া মানুষের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করেছে ই-কমার্স সাইট ‘ইকোহাট’। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্র’র (টিএসসি) সুবিধাবঞ্চিতদের মাঝে ‘ভালোবাসার আম’ নামে এ কর্মসূচি পালন করা হয়। পুরো আমের মৌসুমেই উদ্যোগ চালানো হবে বলে জানান ইকোহাট সংশ্লিষ্টরা। 

যাদের আম কেনার সামর্থ নেই, তাদের যেন সবাই দেশি মৌসুমী ফল খাওয়ার সুযোগ করে দেয় সেটিকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ‘ইকোহাটের’ উদ্যেগতাদের একজন রকিবুল হোসাইন।

তিনি বলেন, ‘আমরা ছোট পরিসরে এটি চালু করেছি। এটি যেন একটি উৎসবে পরিণত হয়ে সেটিই আমরা চাই। আম আমাদের দেশীয় ফল। যাদের টাকা আছে তারা কিনে খাবে, আর যাদের নেই তারা কিনে খেতে পারবেনা এটি কেন হবে। আমরা চাই সবাই যেন এই দেশীয় মৌসুমী ফল খেতে পারে, তাই এটি বিতরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি অন্যান্য ইকমার্স সাইট ও প্রতিষ্ঠানও এমন এগিয়ে এসে এটিকে একটি আম উৎসবে রুপান্তরিত করবে।’

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি