অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১৪ জুলাই
প্রকাশিত : ১৫:৪২, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:১৭, ৪ জুলাই ২০১৭
অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৪ জুলাই শুক্রবার রাজধানীর তিন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর আগে এমসিকিউ পরীক্ষা গত ৯ জুন অনুষ্ঠিত হয়েছিল।
এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য কোনো নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রসহ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
ঢাকার তিন কেন্দ্র সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ (৩২০০ জন), মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ (৩০০০ জন) ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (১৯৯৭ জন) এ পরীক্ষা নেওয়া হবে।
আর/ডব্লিউএন
আরও পড়ুন










