ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

অতিরিক্ত ভাড়া নেওয়ায় এন.মল্লিক পরিবহনকে জরিমানা

প্রকাশিত : ২২:৩৮, ১১ জুন ২০১৯

ঢাকা-বান্দুরা রোডে চলাচলকারী এন. মল্লিক পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম সালাউদ্দিন মঞ্জু পরিবহনটিকে ১লাখ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে কয়েকদিন যাবত অতিরিক্ত ভাড়া আদায় করছিল এন. মল্লিক পরিবহন। অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এন.মল্লিক পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মঞ্জু বলেন, টানা কয়েকদিন যাবত এই পরিবহনটি অতিরিক্ত ভাড়া আদায় করছেন এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এন.মল্লিক পরিবহনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরও যদি ঐ পরিবহনটি অতিরিক্ত ভাড়া আদায় করে সে ক্ষেত্রে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে। 

উল্লেখ্য, বান্দুরা থেকে ঢাকার দূরত্ব আনুমানিক প্রায় ৩৮ কিলোমিটার। এই দূরত্বের জন্য নিয়মিত ভাড়া আদায় করা হয় ৮০টাকা। কিন্তু ঈদ উপলক্ষে ঈদের আগের দিন মঙ্গলবার থেকে পরিবহন কর্তৃপক্ষ ১০০ থেকে ১২০ টাকা ভাড়া আদায় করছে।

/এনএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি