ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

অবশেষে স্ত্রীর মর্যাদা পেলো পপি

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৮, ১২ জানুয়ারি ২০২১

নাটোরের নলডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অবস্থানরত প্রেমিকা পপির অবশেষে বিয়ে হল প্রেমিক সাইফুলের সাথে। এর ফলে স্ত্রীর মর্যাদা পেলো পপি। বিয়েতে ৬ লাখ ১ টাকা দেনমোহর ধার্য্য করা হয়। এই ঘটনায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল মদনহাট পাবনা পাড়া গ্রামে প্রেমিকের নিজ বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। 

এই বিয়েতে পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মিসহ বিপুল পরিমাণ উৎসুক মানুষ উপস্থিত ছিলেন। 

গত বৃহস্পতিবার (৭ জানুয়ারী) থেকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক সাইফুলের বাড়িতে অবস্থান নেয় পপি। প্রেমিক সাইফুল একই গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে এবং পপি ওই উপজেলার সোনারমোড় এলাকার মৃত আব্দুস সোবাহানের মেয়ে। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, র্দীর্ঘদিন ধরেই সাইফুল এবং পপির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিষয়টি জানাজানি হবার পর গত বছরের আগস্ট মাসে তারা গাজীপুরে অবস্থান নেয়। সেখানে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে দীর্ঘদিন থাকার পর সম্প্রতি সাইফুল বাড়ি চলে আসে। পরে পপি বিয়ের জন্য চাপ দিলে নানা টালবাহানা করতে থাকে সাইফুল। 

এদিকে উপান্তর না দেখে পপি বিয়ের দাবিতে সাইফুলের বাড়িতে অনশন শুরু করে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি