ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

অমর একুশে বইমেলার শেষ দিনের প্রস্তুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১১:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২২

স্বাভাবিক অবস্থায় ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। তবে করোনা পরিস্থিতির কারণে এবার দু’সপ্তাহ দেরিতে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এ মেলা। 

এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে তাতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। তবে কোভিড পরিস্থিতি উন্নতি হলে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে সিদ্ধান্ত।

এদিকে প্রকাশকরা বলছেন, ১৭ মার্চ পর্যন্ত মেলার আয়োজন করা হোক। 

প্রতিবছর মেলা বিকেল ৩টায় শুরু হলেও এবার মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টা, শেষ হবে রাত ৯টায়। আর ছুটির দিন বেলা ১১টা থেকে মেলা শুরু হবে।   

মেলার স্টল ও প্যাভিলিয়নগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। 

১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ভার্চুয়ালি অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেওয়া হবে। এ বছর ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি