ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অস্ত্রোপচারের পর আলাদা হলো তোফা-তহুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪২, ৫ আগস্ট ২০১৭

জোড়া শিশু তোফা তহুরাকে প্রায় সাড়ে ঘণ্টার অস্ত্রোপচারের পর আলাদা করা হয়েছে। অস্ত্রোপচারের পর শিশু দুটি সুস্থ রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আমরা দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা অপারেশন চালিয়ে তোফা ও তহুরাকে আলাদা করেছি। এর আগে সকাল সাড়ে ৮ টায় তাদেরকে অজ্ঞান অবস্থায় অপারেশন শুরু হয়ে চলে পৌনে ৩টা পর্যন্ত চলে।

কানিজ হাসিনা বলেন, বর্তমানে তারা সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের তৃতীয় তলায় নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার কক্ষে ১৬-১৭ জনের বিশেষজ্ঞ ডাক্তার টিম তাদের শরীরে অস্ত্রোপচার শুরু করেন।

উল্লেখ্য, গত বছর ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে জোড়া কন্যা সন্তানের জন্ম দেন। কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি ছিল।

 

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি